আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গ্রামের প্রার্ন্তিক পর্যায়ে অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশে উপবৃত্তি চালুকরা হয়েছে। বর্তমান বাংলাদেশ সরকার সরকারি প্রাইমারি স্কুলে সকল ছাত্র-ছাত্রী পড়ালেখার জন্য উপবৃত্তি চালু করেছেন। এই উপবৃত্তির টাকা আগে স্কুলে গিয়ে তুলতে হতো। কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার এই উপবৃত্তির টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেয়। এজন্য সবার দেখতে হয় বিকাশে উপবৃত্তির টাকা আসছে কিনা। আজকের এই পোস্টে আপনাদের জানাবো বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম ।

বিকাশে:

bKash(বিকাশ) হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহজে ও দ্রুত টাকা পাঠানো ও তোলার অন্যতম পদ্ধতি। এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেকেন্ডের মধ্যে বাংলাদেশের যে কোন যায়গায় টাকা পাঠাতে পারবেন এবং টাকা তুলতে পারবেন ।

বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম :

বর্তমান সরকার বিকাশ কোম্পানির মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিয়ে থাকে। যে সকল ছাত্র-ছাত্রী উপবৃত্তি পায় তাদের সবার উপবৃত্তির টাকা বিকাশ একাউন্টে চলে আসে। যদি বিকাশ অ্যাপ থাকে তাহলে বিকাশ অ্যাপ লগইন করে ব্যালেন্স চেক করলেই উপবৃত্তির টাকা দেখতে পাওয়া যায় । অথবা বিকাশ লগইন করে টাকা লেনদেনের অপশনের গিয়ে দেখতে পারবেন উপবৃত্তির টাকা আসছে কিনা। অনেক শিক্ষার্থী আছে যাদের এন্ড্রয়েড মোবাইল ফোন নেই, অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আপনি কোনভাবেই বিকাশ অ্যাপ ডাউনলোড দিতে পারবেন না তারা কিভাবে বিকাশে উপবৃত্তির টাকা দেখবে। এটা অনেক সহজ যাদের বাটন মোবাইল রয়েছে তারা কিভাবে উপবৃত্তি টাকা দেখবে বিকাশে তার নিয়ম নিচে দেওয়া হল-

  • প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *247#ডায়াল করতে হবে
  • এরপর আপনার সামনে বিকাশ এর মাধ্যম চলে আসবে, সেখানে আপনার 9 নাম্বারে বিকাশে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে।
  • বিকাশের পিন নাম্বার দিয়ে দিলেই আপনার উপবৃত্তি টাকা দেখতে পারবেন।

প্রাথমিক উপবৃত্তির টাকা না আসার কারণ:

 

অনেক সময় দেখা যাই প্রাথমিক উপবৃত্তির টাকাআসে না।  উপবৃত্তির টাকা না আসার কারণ জানতে প্রথমে আপনার স্মার্টফোন বা ল্যাপটপে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অথবা আপনার পছন্দনীয় যেকোন ব্রাউজার খুলুন এবং এড্রেস বারে pesp.finance.gov.bd ঠিকানাটি টাইপ করুন এবং এন্টার প্রেস করুন। আপনি চাইলে সরাসরি এই লিংক থেকেও সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। লগইন করার জন্য আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এবং ক্যাপচা পূরণ করুন (এই ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক নিজের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন)। সাইটে আসলেএকটি ইন্টারফেইস দেখতে পাবেন।

উপবৃত্তির টাকা না আসার কারণ অনুসন্ধান করার জন্য এবার বাম পাশে ড্যাশবোর্ডের নিচে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে এবং ড্রপডাউন মেনু থেকে পে-রোল রিপোর্ট এ ক্লিক করুন। 

এবার রিপোর্টের নাম অপশনে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে পেমেন্ট বিস্তারিত প্রতিবেদনটি  সিলেক্ট করবেন । এরপর অর্থবছরে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে অর্থবছর সিলেক্ট করুন। পেমেন্ট চক্র এ ক্লিক করে নির্দিষ্ট সময় সিলেক্ট করুন অর্থাৎ কোন মাস থেকে কোন মাস পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হয়েছে তা সিলেক্ট করুন । এবার প্রতিবেদন তৈরি করুন এই অপশনটিতে ক্লিক করুন। আপনার কম্পিউটারের স্ক্রিনে একটি প্রতিবেদন আকারে আপনার স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির বিষয়ক বিস্তারিত ডাটা দেখানো হবে।

প্রতিবেদনটি মোবাইলে/কম্পিউটারে সেভ করতে চাইলে উপরের ডান পাশে সেভ অপশনে ক্লিক করতে হবে । সরাসরি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট অপশনে ক্লিক করুন।পে-রোল-এর বিস্তারিত প্রতিবেদনে প্রত্যেক শিক্ষার্থীর ডান পাশে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। গৃহীত লেখা থাকলে ঐ শিক্ষার্থীর অনুকূলে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারের বিকাশ একাউন্টে টাকা জমা হয়েছে অথবা উত্তোলন করা হয়েছে বলে বিবেচিত হবে। এভাবে আপনি উপবৃত্তির টাকা না আসার কারণ অনুসন্ধান করতে পারবেন।

সতর্কতা: 

 আপনারা সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন উপবৃত্তের টাকা যখন আসবে তখন আপনার মোবাইলে একটা এসএমএস আসবে সেই এসএমএস দেখে আপনার ব্যালেন্স চেক করে নিবেন ।অনেক সময় মোবাইল নাম্বার ভুলের কারণে উপবৃত্তির টাকা অভিভাবকের নিকট পৌঁছায় না, ভুল মোবাইল নাম্বারউপবৃত্তির টাকা না আসার কারণ। এছাড়া ও কিছু কিছু অভিভাবক বিনা কারণে মোবাইলের সিম পরিবর্তন করেন। যার কারনে তাদের স্মরণ থাকেনা কোন সিমে বিকাশ  একাউন্ট খোলা আছে। প্রাথমিক উপবৃত্তির টাকা সঠিকভাবে পেতে হলে ছাত্র-ছাত্রীর অভিভাবককে অবশ্যই সচেতন থাকতে হবে এবং যৌথ কার্ডের ক্ষেত্রে একই মোবাইল নং ব্যবহার করতে হবে।

আরো পড়ুন :বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন যে নিয়মে

পরিশেষে :

বলা যাই যে , আপনারা বিকাশে উপবৃত্তির টাকা কিভাবে দেখবেন বা টাকা না পেলে তার কারণ জানবেন তার বিস্তারিত সকল তথ্য আজকের এই পোস্টে জানানোর চেষ্টা করেছি। আশা করি এই পোস্ট থেকে আপনারা জানতে পেরেছেন বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম। আর যারা বিকাশে লেনদেন করেন তারা কখনোই অন্য কাউকে বিকাশের পিন নাম্বার শেয়ার করবেন না।

 

Write A Comment