আসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তথ্য প্রযুক্তির যুগে আমরা যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকি। ইন্টারনেট সংযোগ ছাড়াও যোগাযোগের অন্যতম এবং সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম হচ্ছে সিম কার্ড। সিম কার্ড ব্যবহার করে যেকোন সময় যেকোন জায়গা থেকে একজন অন্যজনের সাথে যোগাযোগ করতে পারে।অনেক সময় বিভিন্ন কারণে ইন্টারনেট সংযোগের ব্যাহত হতে পারে না কিন্তু যদি আপনার কাছে থাকে সিম কার্ড থাকে তাহলে সেটি ব্যবহার করে তার প্রয়োজন অনুসারে যোগাযোগ করতে পারবেন।
সিম রেজিস্ট্রেশন দেখার প্রয়োজনীয়তা:
সিম কার্ড কেনার সময় অবশ্যই সিম কার্ড রেজিস্ট্রেশন হয়েছে কি না তা চেক করে করে নিতে হবে । রেজিস্ট্রেশন বিহীন সিম কার্ড ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় । কারণ আপনার সিম কার্ড রেজিস্ট্রেশন না হলে আপনি অনেক ক্রাইম এর সাথে যুক্ত হয়ে যেতে পারেন । আপনার নিরাপরতা ও যোগাযোগ সংযোগ ঠিক রাখার জন্য সিম রেজিস্ট্রেশন চেক করা খুবই প্রয়োজন। কিন্তু ভাবছেন, কিভাবে আপনি সিম রেজিস্ট্রেশন চেক করবেন? কোন চিন্তার কারণ নেই আজ এই আর্টিকেলটিতে সিম রেজিস্ট্রেশন চেক করার সম্পূর্ণ ধারণা দিয়ে দিব।
বাংলাদেশের আইন অনুযায়ী একটি NID কার্ড দিয়ে ১৫ টির বেশি সিম কার্ড রেজিট্রেশন করা যাবে না। তাই কোন ব্যক্তির সিম যদি নিজের NID কার্ড দিয়ে ইতোপূর্বে ১৫ টি সিম রেজিট্রেশন করা হয়ে থাকে এবং তার নতুন কোন সিম এর প্রয়োজন হয় তাহলে পূর্বের সিমগুলোর মধ্যে থেকে একটি সিম স্থায়ীভাবে বন্ধ করে দেয়ারপর নতুন সিম নিতে পারবেন। আপনি যদি সিম রেস্টিসন হয়েছে কি না তা না জানেন তাহলে আপনি নতুন সিম নিতে পারবেন না
সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম:
অনেকেই জানে না তার নামে কয়টি সিম আছে। তাই সিম রেজিস্ট্রেশন যাচাই খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে প্রতিটি সরকারি ও বেসরকারি টেলিকম কোম্পানি গ্রাহকদের কাছে সিম বিক্রি করার জন্য বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে এসেছে। এই পদ্দতিতে গ্রাহক নিজ নিজ NID নম্বর দিয়ে খুবসহজেই জানতে পারেন নিজ নামে কতটি সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে।
এজন্য একটি পদ্ধতি চালু করেছে। এখানে প্রতিটি মোবাইল টেলিকম অপারেটরের জন্য পদ্ধতি রয়েছে।
সিম রেজিস্ট্রেশন দেখার জন্য সকল অপারেটরের জন্য একটি সর্বসম্মত কোড রয়েছে এবং তা হচ্ছে *১৬০০১#। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা রয়েছে ।সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম মূলত ২ টি।
(১)মোবাইলে কোড ডায়াল করে।
(২)কাস্টমার সেন্টারে গিয়ে।
(১)মোবাইলে কোড ডায়াল করে:
- প্রথমেই আপনি আপনার নামে ব্যাবহার করা সিম থেকে*১৬০০১#কোড ডায়াল করুন, তারপর স্ক্রিনে একটি পপ-আপ আসবে।
- NID কার্ডের শেষ ৪টি সংখ্যা লিখুন। এরপর এন্টার টিপুন,
- এবং পরবর্তীতে আপনি NID এর অধীনে নিবন্ধিত ফোন নম্বরগুলির তালিকা সম্বলিত একটি এসএমএস বার্তা পাবেন।
- এখন এসএমএস টিতে আপনি জানতে পারবেন Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।
- সকল নম্বরের অপারেটর কোড ও শেষ চারটি সংখ্যা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
- (২)কাস্টমার কেয়ারে গিয়ে:
মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ারে গিয়েও আপনি সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। তবে এক্ষেত্রে যে কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন তারা শুধুমাত্র সেই কোম্পানির রেজিস্ট্রেশন করা সিমের তালিকা আপনাকে দিবে।
এক্ষেত্রে গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে গেলে রবি সিমের ব্যাপারে জানতে আপনি পারবেন না। আবার রবিতে গেলে বাংলালিংক সিমের রেজিস্ট্রেশন তথ্য আপনাকে দিবে না।
তবে এক্ষেত্রে একটি সুবিধাও আছে। *16001# ডায়াল করে মোট কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে সেটি জানা গেলেও সম্পূর্ণ সিম নম্বর দেখতে পারবেন না। তবে কাস্টমার কেয়ারে গেলে তারা সম্পূর্ণ নম্বরটি আপনাকে দেখাবে।
সিম রেজিস্ট্রেশন কোড:
- সিমটি কোন নাম জানতে ডায়াল করুন (*১৬০০*৩#)
- সিম রেজিস্ট্রেশনের তথ্য জানতে ডায়াল করুন (*১৬০০*১#)।
আপনি সিম রেজিস্ট্রেশন কার নামে জানতে এই কোড গুলো ব্যাবহার করুন।
- সিম রেজিস্ট্রেশন চেক কোড (*১৬০০*৩# অথবা *১৬০০*১#)
- বাংলালিংক রেজিস্ট্রেশন চেক কোড (*১৬০০*২#)
- জিপি রেজিস্ট্রেশন চেক (” info ” লিখে 4949 নম্বরে সেন্ড করুন)
- রবি রেজিস্ট্রেশন চেক কোড (*১৬০০*৩#)
- এয়ারটেল রেজিস্ট্রেশন চেক কোড (*১২১*৪৪৪৪# অথবা *১৬০০*১#)
- টেলিটক রেজিস্ট্রেশন চেক (“info” লিখে ১৬০০ নম্বরে সেন্ড করুন)
জিপি সিম রেজিস্ট্রেশন চেক:
আপনি যদি একজন গ্রামীণফোন ব্যবহারকারী হয়ে থাকেন , তাহলে মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে ” info ” লিখে 4949 নম্বরে একটি এসএমএস সেন্ড করুন। এরপর ফিরতি এসএমএস এ আপনি জানতে পারবেন আপনার নামে নিবন্ধিত সিম সংখ্যা সম্পর্কে।
এবং আপনি যদি অন্য ব্যক্তির নামে কি পরিমাণ সিম রয়েছে তা চেক করতে চান, তাহলে “Reg (spase) 17 ডিজিটের NID নম্বর” টাইপ করুন এবং এসএমএস টি সেন্ড করুন ৪৯৪৯ নম্বরে।
এয়ারটেল সিম রেজিস্ট্রেশন দেখা:
এয়ারটেল সিম ব্যাবহারকারীদের জন্য সিম রেজিস্ট্রেশন চেক পদ্দতি হচ্ছে *১২১*৪৪৪৪#।
আপনি যদি একটি ভিন্ন ব্যক্তির আইডি কার্ডে কি পরিমাণ সিম রয়েছে তা পরীক্ষা করতে চান, সর্বসম্মত *১৬০০০*১# কোড ব্যবহার করুন।
বাংলালিংক সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম:
একজন বাংলালিংক সিম ব্যবহারকারী জন্য NID CARD এরেজিস্ট্রেশন ফোন নম্বর চেক করার জন্য USSD কোড হচ্ছে *১৬০০*২#।
রবি সিম রেজিস্ট্রেশন চেক:
রবি সিম ব্যবহারকারীরা তাদের নামে থাকা সিম সংখ্যা সম্পর্কে জানতে *১৬০০*৩# ডায়াল করতে হবে। আপনার NID কার্ড ব্যবহার করে আপনি কতটি সিম রেজিস্ট্রেশন রয়েছে, সেই নম্বরগুলির একটি তালিকা আপনার কাছে প্রদর্শিত হবে ।
সিম রেজিস্ট্রেশন app :
মুলত বাংলাদেশে বর্তমানে সিম রেজিস্ট্রেশন করার জন্য বায়োমেট্রিক পদ্ধতিত ব্যাবহার করা হয়। তবে সাধারন গ্রাহক সিম রেজিস্ট্রেশন দেখার কোন app নেই।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন check করতে আপনাকে এসএমএস পদ্দতি অথবা ডায়াল কোড ব্যাবহার করতে হবে।
আপনি যখন যে কোন সিম থেকে সিম রেজিস্ট্রেশন চেক কোড *১৬০০১# ডায়াল করবেন। এরপর আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা প্রবেশ করাবেন। তখন আপনার এনআইডি কার্ডের সাথে বায়োমেট্রিক আঙুলের ছাপ মিলিয়ে দেখা হবে, দুটির মধ্যে মিল পাওয়া গেলে এসএমএস-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে সিমটি কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে।
আর ও পড়ুন :জমি রেজিস্ট্রি করার নিয়ম ও রেজিস্ট্রির আইন এবং ফি।
পরিশেষ:
বলা যাই যে , সিম রেজিস্ট্রেশন চেক করা ব্যাপারে আপনাদের সম্পর্কে ধারণা দিতে পেরেছি। আশা করছি আপনাদের সিম রেজিস্ট্রেশন চেক করতে আর কেন অসুবিধা হবে না। তবে পরিচিত হোক ও অপরিচিত হোক আপনি কখনো আপনারএন- আই- ডি কার্ড দিয়ে কাওকে সিম রেজিস্ট্রেশন করতে দিবেন না। কারণ বর্তমানে সাইবার ক্রাইম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।