আসসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনার টিন সার্টিফিকেট হারিয়ে গেছে , চিন্তিত হবেন না! আজকের এই আর্টিকেলে , আমরা আপনাকে বলবো কিভাবে আপনি সহজেই আপনার হারানো টিন সার্টিফিকেট পুনরুদ্ধার করতে পারবেন। এখানে হারানো টিন সার্টিফিকেট বের করার জন্য মোট তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো। সবগুলো পদ্ধতি আপনারপ্রয়োজন হবে না, আপনার জন্য যে পদ্ধতি প্রয়োজন সেই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।
টিন সার্টিফিকেট :
টিন বা টি আইএন-এর পূর্ণরূপ হচ্ছে , ট্যাক্সপেয়ার আইডেনটিফিকেশন নাম্বার। এটি একটি বিশেষ নাম্বার, যার সাহায্যে বাংলাদেশে করদাতাদের শনাক্ত করা হয়ে থাকে। টিন সার্টিফিকেট মূলত করদাতাদের নাম্বারটিই বহন করে । অর্থাৎ, টি আইএন বা টিন সার্টিফিকেট একজন করদাতার পরিচয়পত্রের মতোই কাজ করে থাকে।
আয়কর নিবন্ধন সনদ বা টিন সার্টিফিকেট প্রয়োজন হয় ব্যাংক থেকে লোন কিংবা সরকারি বিভিন্ন আর্থিক সুবিধা নিতে কিংবা কর পরিশোধ করতে। বর্তমান সময়ে অনলাইনেইকাজ করা সম্ভব। অনলাইনে কয়েক মিনিটেই ই-টিন সার্টিফিকেট করা যায়। এর জন্য কোনো ফি প্রয়োজন হয় না।
একজন ব্যক্তি মাত্র একবারই টিন সার্টিফিকেট করতে পারবে। কোনোভাবেই ডুপ্লিকেট আয়কর নিবন্ধন বা টিন করতে পারবে না। একবার টিন সার্টিফিকেট করা হলে আয়কর নিবন্ধন ওয়েবসাইটে লগইন করে টিন সার্টিফিকেট ডাউনলোড করা যাই। ডাউনলোড করা টিন সার্টিফিকেট হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আয়কর নিবন্ধন ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবার টিন সার্টিফিকেট ডাউনলোড করা যাই । তাই ইউজার আইডি ও পাসওয়ার্ড যত্নসহকারে সংরক্ষণ করা উচিত।
টিন সার্টিফিকেট যে সকল কাজে প্রয়োজন হয়:
টিন সার্টিফিকেট শুধুমাত্র ব্যবসা বা চাকরিজীবীদের জন্য প্রয়োজন হয় তা কিন্তু নয় টিন সার্টিফিকেট অনেকগুলো কারণে ব্যবহার করা হয়। যেমন-
- নতুন ব্যবসা শুরু করার লাইসেন্স নিতে গেলে টিন সার্টিফিকেট লাগে ।
- নতুন গাড়ি ক্রয় করতে টিন সার্টিফিকেট দরকার হয় ।
- ব্যাংকের ক্রেডিট কার্ড করতে গেলে।
- বর্তমানে পৌরসভা সিটি কর্পোরেশন জমি ক্রয় বিক্রয় করলে টিন সার্টিফিকেট প্রয়োজনহয়।
- কোন কোম্পানির শেয়ার ক্রয় কিনতে গেলে টিন সার্টিফিকেট দরকার হয়।
- নির্বাচনে প্রার্থী হতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
- আইনজীবী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক পেশায় নিয়োজিত হতে গেলে ।
- ব্যবসার সমিতি সংগঠনের সদস্য হতে গেলে টিন সার্টিফিকেট দরকার পরে।
- বিদেশ থেকে কোন পন্য আমদানি বা রপ্তানি করতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে ।
- সরকারি, আধা সরকারি বিভিন্ন কোম্পানিতে টেন্ডার জমা দিতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
- রাইড শেয়ারিং, যেমন- উবার পাঠাও অংশীদার হতে গেলে।
- অনলাইনে ইনকাম, যেমন- ফেসবুক থেকে আয় করতে চাইলে, ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে, ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে ই টিন সার্টিফিকেট লাগে ।
- এসব ছাড়াও আরো বেশ কিছু কাজে টিন সার্টিফিকেট প্রয়োজনহয়ে থাকে ।
অনলাইনে হারানো টিন সার্টিফিকেট বের করার উপায়
কোনো কারণে টিন সার্টিফিকেট হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে হারানো টিন সার্টিফিকেট বের করার ২ টি পদ্ধতি রয়েছে ।যেমন –
- ১ম টি হলো E Return ওয়েবসাইট।
- ২য় টি হলো e-Tin Registration ওয়েবসাইট।
এই ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
পদ্ধতি (১): টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড:
আপনার টিন নম্বর জানা থাকলে আপনি eReturn এর ওয়েবসাইট থেকে সহজেই টিন সার্টিফিকেট বের করতে পারবেন। তবে আপনার এন আইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর প্রয়োজন হবে। TIN Number ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিচের পদ্ধতি অনুসরণ করে টিন সার্টিফিকেট অবশ্যই বের করতে পারবেন ।প্রক্রিয়াটি বিস্তারিতভাবে দেখানো হলো-
(১)টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট বের করার জন্য সর্ব প্রথমে ভিজিট করুন https://etaxnbr.gov.bd এবং eReturn অপশনে যান।
(২)এখানে Registration বাটনে ক্লিক করতে হবে । আপনার ১২ ডিজিটের টিন নাম্বারটি লিখুন।
(৩)নিজ জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি লিখতে হবে। এরপর ক্যাপচা কোডটি Capital Letter, Small Letter ও সংখ্যা সঠিকভাবে লিখে Verify বাটনে ক্লিক করুন।
(৪)আপনার মোবাইলে একটি OTP পাঠানো হবে। OTP দিন এবং আপনার পছন্দমত একটি পাসওয়ার্ড সেট করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
(৫)পাসওয়ার্ডটি অবশ্যই ইংরেজিতে Capital Letter + Small Letter + Number + Mark ব্যবহার করে সেট করতে হবে। যেমন – Dhaka123#
(৬)সবশেষে E Return সিস্টেমে Sign In করুন। এরপর Tax Record অপশন থেকে TIN Certificate লিংকে ক্লিক করতে হবে ।
(৭)Download বাটনে ক্লিক করে আপনার হারানো টিন সার্টিফিকেটটি PDF হিসেবে ডাউনলোড করতে পারবেন।
পদ্ধতি (২): E TIN ওয়েবসাইট থেকে টিন সার্টিফিকেট বের করার নিয়ম:
ধাপ(১):
এইধাপে e Tin Username বের করার জন্য নিয়ম নিম্নে দেখানো হলো -:
e-Tin রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ইউজার নেইম ও পাসওয়ার্ড ব্যবহারকরেছেন তা জানা থাকলে তো ভালই, তা দিয়ে Login করুন এবং পরের ধাপসমূহ অনুসরণ করুন। ইউজার ও পাসওয়ার্ড জানা না থাকলে, প্রথমে আপনাকে এগুলো বের করে নিতে হবে।
ই-টিন Username বের করার জন্য e Tin Registration ওয়েবসাইটের ভিজিট করেন এবং Forgot Password মেন্যুতে যান।
এরপর Forgot My User Name অপশনটি সিলে ক্টকরেন এবং Next বাটনে ক্লিক করুন।
এখানে টিন রেজিস্ট্রেশনের জন্য আপনি যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন সেই নম্বরটি দিন। এরপর ক্যাপচা কোড বা Verification Letters (অক্ষর/সংখ্যা) লিখুন এবং Next বাটনে ক্লিক করুন।
যে মোবাইল নম্বর আপনি TIN এর জন্য ব্যবহার করেছেন মনে না থাকলে, সম্ভাব্য আপনার মোবাইল নম্বরগুলো দিয়ে চেষ্ঠা করতে পারেন।
যদি কোন মোবাইল নম্বর TIN Application এ ব্যবহার না হয়ে থাকে, UserID is Inactive এমন মেসেজ দেখতেপারবেন।
আপনার মোবাইল নম্বর টি আইএন রেজিস্ট্রেশনে ব্যবহার হয়ে থাকলে,এখানে একটি সিকিউরিটি প্রশ্ন দেওয়া হবে।
Security Question in TIN Registration:
টিন রেজিস্ট্রেশনের সময় একটি সিকিউরিটি প্রশ্নের উত্তর সেট করতে হবে । ভবিষ্যতে কখনো UserID বা Password ভুলে গেলে, এই সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে ইউজার ও পাসওয়ার্ড বের করতে পারবেন ।
অন্য কোন ব্যক্তির মাধ্যমে যদি টিন রেজিস্ট্রেশন করে থাকেন তাও সিকিউরিটি প্রশ্নের উত্তরটি অবশ্যই আপনার জানা থাকার কথা। উত্তরটি যেহেতু পূর্বের সেট করা উত্তরের সাথে মিল হতে হবে, তাই উত্তর ভুল দেখালে বানান পরিবর্তন করে চেষ্টা করবেন ।
সিকিউরিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে , মোবাইল নম্বরটি ভেরিফিকেশন করার জন্য আপনার মোবাইলে 4 ডিজিটের একটি Verification Code পাঠানো হবে।
এই ধাপে, মোবাইলে পাওয়া 4 ডিজিটের কোডটি লিখুন এবং আপনার মোবাইল নম্বরটি আবার লিখে Submitকরতে হবে । Submit করার সাথেই আপনার টিআইএন একাউন্টের ইউজার আইডি দেখতে পাবেন।
যে মোবাইল নম্বর আপনি TIN এর জন্য ব্যবহার করেছেন মনে না থাকলে, সম্ভাব্য আপনার মোবাইল নম্বরগুলো দিয়ে চেষ্ঠা করতে পারেন।
যদি কোন মোবাইল নম্বর TIN Application এ ব্যবহার না হয়ে থাকে, UserID is Inactive এমন মেসেজ দেখতেপারবেন।
আপনার মোবাইল নম্বর টি আইএন রেজিস্ট্রেশনে ব্যবহার হয়ে থাকলে,এখানে একটি সিকিউরিটি প্রশ্ন দেওয়া হবে।
ধাপ(২):
ই টিন একাউন্টের Password পুনরায় সেট করতে হবে হলে ই টিন একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ই টিন একাউন্টের Password বের করার জন্য আবার Forgot Password মেন্যুতে যান এবং Forgot My Password অপশনটি সিলেক্ট করুন Next বাটনে ক্লিক করতে হবে ।
আগের ধাপে বের করা User ID টি ও Verification Letters লিখুন এবং Next করুন।
আপনার মোবাইলে 4 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ভেরিফিকেশন কোডটি লিখে Recover My Account এক ক্লিক করতে হবে ।
Password পরিবর্তন করার জন্য উপরের মত একটি পেইজ আসবে। এখানে কমপক্ষে 4 Letters/ Numbers দিয়ে একটি নতুন পাসওয়ার্ড লিখুন ।এরপর
TIN Account এর ইউজার নেম এবং নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে TIN Certificate টি ডাউনলোড করা যাবে।
হারানো টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য, Login মেন্যুতে যান এবং User Name ও নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে Login করুন।
View TIN Certificate মেন্যুতে ক্লিক করতে হবে । এখানে আপনার টিআইএন সাটিফিকেট দেখতে পাবেন। টিন সার্টিফিকেটের PDF ফাইলটি ডাউনলোড করার জন্য, নিচের দিকে Save Certificate বাটনে ক্লিক করলে , আশা করি আপনার হারানো টিন সার্টিফিকেট বের করতে পেরেছেন।
পরিশেষে :
বলা যাই যে ,টিন সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে অনেকেই অন্য কারো মাধ্যমে টিন রেজিস্ট্রেশন করে থাকেন। এর কারণে তারা হয়তো তাদের মোবাইল নম্বর দিয়ে টিআইএন রেজিস্ট্রেশন করেছিলেন। এক্ষেত্রে আপনি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে তার সহযোগিতা নিতে পারেন।
এছাড়া আপনি NBR এর হেল্পলাইনে ফোন করে আপনার সমস্যার কথা জানিয়ে, ই টিন ওয়েবসাইটের Username জেনে নিতে পারবেন ।
এটাও সম্ভব না হলে, আপনার টিন নম্বর জানা থাকলে তা এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ১ কপি ফটোকপি নিয়ে কর অফিসে যোগাযোগ করতে পারেন ।