আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা শুরু হয়ে থাকে। এরপর দাখিল শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহের পালা। ফলাফলটি কবে প্রকাশিত হবে এ নিয়ে শিক্ষার্থীরা চিন্তিতর শেষ নেই । আপনি খুব সহজে এসএসসি দাখিল ফলাফল সংগ্রহ করতে পারবেন। প্রতিবছর এসএসসি রেজাল্টের দিন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন। প্রতিবছরের ন্যায় এবারো সকালে তিনি প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিবেন। তারপর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্টের প্রকাশ করা হবে।কিভাবে দাখিল ফলাফল সংগ্রহ করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের এই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম:
দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ প্রকাশের পর দুইটি নিয়মে বা পদ্ধতিতে দাখিল পরীক্ষার ফলাফল সংগ্রহ করা যাবে।যেমন –
(১) অনলাইনে রেজাল্ট সংগ্রহ করা
(২) মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করা।
(১)অনলাইনে রেজাল্ট সংগ্রহ করা:
মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম অনুসারে, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে –
(১) মাদ্রাসা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে http://www.bmeb.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন। এই বোর্ডের ওয়েবসাইটে আপনি প্রথম পাতায় প্রকাশিত রেজাল্ট আর্কাইভ দেখতে পাবেন।
(২) এই রেজাল্ট আর্কাইভ উপর লিঙ্কে ক্লিক করুন। এটি আপনের রেজাল্ট দেখার জন্য নির্দিষ্ট পেজে নিয়ে যাবে।
(৩)এই পেজে যাওয়ার পর আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। যেমন –
Examination
Year
Board
Roll
Reg: No ইত্যাদি সকল তথ্য পূরণ করুন।
(৪) তারপর সাবমিট বা দেখুন অপশনে ক্লিক করুন। এটি আপনার ব্যক্তিগত রেজাল্ট প্রদর্শন করবে।
(৫) আপনি চাইলে এই রেজাল্ট পেজটি প্রিন্ট করতে পারেন বা মোবাইলে সংরক্ষণের জন্য স্ক্রিনশট তুলতে পারেন।
(২) মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করা:
মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে একজন পরীক্ষার্থীর দাখিল পরীক্ষার ফলাফল জানতে হলে নির্ধারিত ফরম্যাটে মেসেজ লিখতে হবে।
এরপর মেসেজটি যে কোন অপারেটরের ফোন থেকে নির্ধারিত নম্বর সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে পরীক্ষার্থীর ফলাফল জানা যাবে।
নিচের পদ্ধতিতে মোবাইল ফোনের মেসেজ অপশনে মেসেজ লিখতে হবে –
প্রথমত: পরীক্ষার নাম ইংরেজী অক্ষরে লিখুন। যেমন DAKHIL। এরপর একটি স্পেস দিতে হবে ।
দ্বিতীয়ত :বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে । যেমন MAD। এখানেও একটি স্পেস দিতে হবে।
তৃতীয়ত :পরীক্ষার্থীর নিজের রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখতে হবে । যেমন 321245। এরপর ও স্পেস দিন।
চতুর্থত :পরীক্ষার বছর লিখুন ইংরেজী সংখ্যায়। যেমন 2023।
মেসেজ লিখা সম্পূর্ণ হলে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে, যে কোন অপারেটরের মোবাইল থেকে।
উদাহরণ হিসাবে একজন কল্পিত পরীক্ষার্থীর নিচের মেসেজ ফরম্যাটটি লক্ষ্য করতে পারে । এখানে রোল নম্বর হিসাবে পরীক্ষার্থীর নিজের রোল নম্বর দিতে হবে।
DAKHIL<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2023 Send to 16222
উপরের এই ফরম্যাটে মেসেজ পাঠানো হলে, কিছু সময়ের মধ্যে আপনার মোবাইলে এসএমএস-এর মাধ্যমে দাখিল পরীক্ষার ফলাফল দেখা যাবে।
দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করার ওয়েবসাইট:
দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য ২টা সরকারী ওয়েবসাইট আছে। এই দুইটি ওয়েবসাইট থেকে যে কোন একটা ওয়েবসাইট ভিজিট করে দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।
১.দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট
https://eboardresults.com/v2/home
২.দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট
http://www.educationboardresults.gov.bd
এই দুটি ওয়েবসাইট থেকে আপনি খুবই সহজেই দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। তবে, একসাথে একই দিনে অনেক লোক এই ওয়েবসাইটে প্রবেশ করার কারণে ওয়েবসাইটটি স্লো হয়ে যায়। তাই দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে বিড়ম্বনায় পড়তে হয়। এই সমস্যার সমাধান হিসেবে নিচে আরো অতিরিক্ত চারটি সার্ভারের লিংক রয়েছে । আশা করি ওই সার্ভারগুলোতে প্রবেশ করে খুব সহজে ও দ্রুত দাখিল পরীক্ষার রেজাল্ট আপনি চেক করতে পারবেন।
দাখিল পরীক্ষার রেজাল্ট চেক সার্ভার :
http://103.230.104.222/
http://103.230.107.235/
http://103.230.104.203/
http://103.230.107.233/
উপরে দেওয়া চারটি সার্ভারের যে কোন একটি সার্ভারে আপনি ঢুকে দাখিল পরীক্ষার রেজাল্ট, ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, সহ সকল বোর্ডের রেজাল্ট খুব দ্রুত চেক করতে পারবেন।
আরো পড়ুন :জমির দলিলের লেখার নিয়ম আধুনিক পদ্ধতিতে।
পড়িশেষ:
বলা যাই যে ,উপরে দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য ওয়েবসাইট, দ্রুতগতি সার্ভার, এসএমএসের মাধ্যমে শুধু রোল নাম্বার দিয়ে দাখিল পরীক্ষার রেজাল্ট চেক সহ বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি খুব খুব সহজে দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।