আসসামুয়ালিকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনারা ঘরে বসেই আপনাদের বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন এবং তা চেক করতে পারবেন অনায়াসে। লাইনে দাঁড়ানোর টেনশন নেই আর কাগজপত্র নিয়েও কোনো ঝামেলা নেই। এছাড়া বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দিলেই বিলের ডিজিটাল রিসিট পেয়ে যাবেন সরাসরি আপনার মোবাইলে।

 বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে প্রতিমাসে ২টি বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল বিকাশ করুন চার্জ ফ্রি। পরবর্তী বিলের ক্ষেত্রে বিলারভেদে চার্জ প্রযোজ্য হয়। 

বিদ্যুৎ বিল:

বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বা কারেন্ট ছাড়া আমরা আধুনিক জীবন ১ সেকেন্ডও কল্পনা করতে পারা যাই না । আজকে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম কানুনগুলো আপনাদের জানাবো।

দেশের যেখানেই থাকুন না কেন ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন নিশ্চিন্তে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই। আর বিকাশ অ্যাপ থেকে আপনি বিদ্যুৎ বিল দিলেই বিলের রিসিট পেয়ে যাবেন সরাসরি আপনার মোবাইলে। 

অনলাইনে বা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম:

আপনি বিকাশ একাউন্টের মাধ্যমেই অনলাইনের পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন অনায়াসে। অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম খুবই সহজ। বিকাশ অ্যাপের মাধ্যমে ও কোড ডায়াল করে আপনার বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করার সময়ই বিলের পরিমাণ দেখতে পারবেন। অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার জন্য প্রথমে বিকাশ অ্যাপে লগিন করতে হবে।

পে বিল থেকে ইলেক্ট্রিসিটি অপশনে যান। সেখানে আপনার বিলের কাগজে থাকা এসএমএস একাউন্ট নম্বর দিলেই বর্তমান মাসের পল্লী বিদ্যুৎ বিল দেখতে পারবেন । বিগত মাসের বিল দেখতে চাইলে সেই মাসটি সিলেক্ট করতে হবে।

এভাবেই বিকাশের মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করা যায়। এটি খুবই সময় সাশ্রয়ী ও সহজ হয় ।বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধের নিয়ম আর একটি  আর্টিকেল আছে  । তাই এখানে আর এই বললাম না। আপনারা দেখে নিবেন। 

ইউএসএসডি কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।

  • প্রথমে *247# ডায়াল করতে হবে।
  • ৫ নম্বর থেকে বিল পে সিলেক্ট করুন।
  • ১ নম্বর থেকে Electricity বাছাই করুন।
  • তারপর, ১ নং অপশন থেকে Pally bidyut সিলেক্ট করবেন।
  • ১ নম্বর থেকে Check bill সিলেক্ট করুন।
  • বিলে কাগজ থেকে SMS bill A/C দিন।
  • mmyyyy ফর্মেটে বিলের মাস ও বছর দিন।
  • বিকাশ পিন দিয়ে বিল চেক নিশ্চিত করুন।

আপনি যদি সব ঠিক করে দিতে পারেন তাহলে আপনার মোবাইলে এসএমএস আসবে। সেখানে বিলের পরিমাণ দেখতে পারবেন।

বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার কারণ :

আমরা বাংলাদেশে বাস করি। মাস শেষে বিভিন্ন বিল যেমনঃ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল ইত্যাদি আমাদের পরিশোধ করতে হয়। কিন্তু এসব বিল পরিশোধ করতে আমাদের ব্যাংকের সাহায্য নিতে হয়।আর এজন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা এসব বল প্রদান করি। এতে যেমন আমাদের কষ্ট হয়, তেমনি মূল্যবান সময়ও অপচয় হয়হয়ে থাকে। 

তাই আমাদের এমন কোনো উপায় জানা দরকার যেটার মাধ্যমে আমরা ঘরে বসেই এসব বিল পরিশোধ করতে পারি। আর আমাদের পাশে এই সুবিধা নিয়ে হাজির হলো বিকাশ ও টেলিটক।

বিকাশের মাধ্যমে আমরা ঘরে বসেই বিদ্যুৎ সহ আরো অনেক কিছুর বিল দিতে পারি । তবে সেজন্য আপনার বিকাশ একাউন্টে টাকা থাকতে হবে। তবে আমরা আজকে শুধু বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম জানবো।

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল ও গ্রাহকের সুবিধাসমূহ:

  • যেকোনো সময়, যেকোনো জায়গা হতে নানা ধরনের বিল সহজেই  আমরা অনলাইনে প্রদান করতে পারি। 
  • বিল প্রদান করার জন্য গ্রাহককেবিলের প্রদানের নির্ধারিত পয়েন্টে উপস্থিত থাকতে হবে না। 
  • পেমেন্ট প্রদান করার পূর্বেই প্রদেয় বিলের এমাউন্ট এবং স্ট্যাটাস চেক করা যাবে।

শর্তাবলি:

  •  দিনে সর্বোচ্চ ২টি বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল চার্জ ফ্রি বিকাশ করতে পারবেন। 
  • প্রতিমাসে সর্বোচ্চ ২টি বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল বিকাশ করতে কোনো চার্জ লাগবেনা।
  •  অফারটি চলবে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত

বিদ্যুৎ বিল হারিয়ে গেলে যা করণীয়:

অনেক সময় বিভিন্ন অনাকাঙ্খিত কারণে আমাদের বাসা, বাড়ি, অফিস, দোকানের বিদ্যুৎ বিলের কাগজ হারিয়ে যেতে পারে এবং বিদ্যুৎ বিল দিতে হয়রানিরর শিকার হতে হয়। তবে বিদ্যুৎ বিলের কাগজ হারিয়ে গেলে আর চিন্তার কোন কারণ নেই। উপরের দেখানো নিয়মে অনলাইন থেকেই আমরা খুব সহজে বিদ্যুৎ বিল চেক করতে পারবো ।

পরিশেষে:

বলা যাই যে,অনলাইনে হারানো বিদ্যুৎ বিলের কাগজ বের করার জন্য উপরে দেয়া নিয়ম গুলো ধাপে ধাপে সঠিকভাবে অনুসরণ করলে খুব সহজে ঘরে বসেই আমরা  হারানো বিদ্যুৎ বিলের কাগজ ডাউনলোড করতে পারবো ।

এছাড়া উপরে দেয়া নিয়ম গুলো অনুসরণ করে খুব সহজেই ঘরে বসে অনলাইনে বিদ্যুৎ বিলের সকল তথ্য দেখতে পারবো বা চেক করতেপারবো। 

Write A Comment