আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বিভিন্ন কাজে ক্ষেত্রে আমাদের নিজেদের বয়স নির্ণয় করতে হয়।বয়স বের করার নিয়ম বা পদ্ধতি রয়েছে ভিন্ন ভিন্ন। তবে দ্রুত এবং সহজে বয়স বের করার জন্য কিছু নির্দিষ্ট উপায় ব্যবহার করা হয়ে থাকে। এখন বলেন আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন  যখন আপনাকে দ্রুত নিজের বা অন্যের বয়স বের করতে হয়েছে? নিচের দেওয়ার নিয়মের মাধ্যমে তা করতে পারবেন। আমাদের এই নিয়মের মাধ্যমে যে কেউ তাদের বয়সকে হিসাব করতে পারবেন  খুব সহজেই 

বয়স বের করার নিয়ম:

আপনার বয়স বের করার এই নিয়ম সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • জন্মের মাস এবং বছর নির্ণয় করুন।
  • আজকের মাস এবং বছর কত তা বের করুন।
  • জন্মের মাস থেকে আজকের মাস বিয়োগ করুন।
  • বিয়োগের উত্তর যদি ঋণাত্মক হয় তাহলে ১২ যোগ করুন।
  • জন্মের বছর থেকে আজকের বছর বিয়োগ করুন।
  • এখন যেটা উত্তর হয়েছে এটাই আপনার বয়স।

আপনার হয়তো এসব দেখে এখনো স্পষ্ট ভাবে বুঝতে পারেননি। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আমি কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি যা দেখলে আপনার কাছে বয়স হিসাব করা পানির মত হয়ে যাবে। এই তিনটি উদাহরণ দেখলে আপনি সকল পরিস্থিতির বয়স গণনা করতে পারবেন।

(১)বয়স বের করার নিয়ম:

                                দিন           মাস          বছর 

আজকের তারিখ :       ১৮           ০৭          ২০২৪

        জন্ম তারিখ :       ০৫          ০৫            ১৯৯০

(-)————————————–

                                 ১৩           ০২              ৩৪

এখানে প্রথমে বর্তমান তারিখ এবং নিচে জন্ম তারিখ,( দিন, মাস, বছর) পর পর লেখা হয়েছে। অবশ্যই আমরা ডান দিক থেকে হিসাব শুরু করব অর্থাৎ বছরের পাশ থেকে। ১৯৯০ সাল থেকে ২০২৪ বিয়োগ করে উত্তর হয়েছে ৩৪ এটাই হচ্ছে বয়সের বছর অর্থাৎ, ৩৪ বছর বয়স। এরপরে,আজকের ০৭ মাস থেকে জন্মের ০৫ মাস বিয়োগ করে উত্তর হয় ০২মাস। এরমানে, ৩৪ বছর দুই মাস বয়স হবে। এখন দিন বের করতে হবে ১৮ তারিখ থেকে ০৫ তারিখ বিয়োগ করে এখন উত্তর হল ১৩ অর্থাৎ, ১৩ দিন। তাহলে আমরা বলব ব্যক্তির বয়স ৩৪বছর ০৭ মাস ১৩ দিন। আশা করি এই পদ্ধতিটা আপনারা সবাই বুঝতে পারবেন । 

(২)বয়স বের করার নিয়ম :

                                      দিন           মাস          বছর 

আজকের তারিখ :       ০৫+৩০          ০৭          ২০২৪

                               ——–

                                     ৩৫

          জন্ম তারিখ :         ১৮               ০৫           ১৯৯০

(-)————————————–

                                      ১৭               ০১        ৩৪

 উত্তরঃ ৩৪ বছর ০১ মাস ১৭ দিন।

দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি আগের মত বছর এবং মাস হিসেব করা হয়েছে। কিন্তু, সমস্যা হচ্ছে আজকের  দিন ছোট এবং জন্মের  দিন বড়। অবশ্যই ডান দিক থেকে হিসাব শুরু করব। এমন পরিস্থিতিতে আমরা মাস হিসেব করার সময় যে দুই মাস হয়েছিল সেখান থেকে এক মাস আজকের দিনের সাথে যোগ করে দেবো। আমরা সবাই জানি এক মাস সমান ৩০ দিন তাই জন্মের ৫ দিনের সাথে ৩০ দিন যোগ করে দেয়া হয়েছে এবং ৩৫ হয়ে গেছে। এখন আমরা ৩৫ থেকে ১৮ বিয়োগ করে ১৭ উত্তর পেয়েছি।  তাহলে উত্তর ৩৪ বছর ১ মাস ১৭ দিন হবে ।

(৩)বয়স বের করার নিয়ম :

                                      দিন           মাস          বছর 

আজকের তারিখ :       ০৫+৩০           ০৫+১২         ২০২৪

                               ——–       ———

                                     ৩৫                ১৭

          জন্ম তারিখ :         ১৮               ০৭               ১৯৯০

(-)——————————————–

                                      ১৭               ১০-১                  ৩৩

                                                          —————-

                                                                  ৯

 উত্তরঃ ৩৩ বছর ৯ মাস ১৭ দিন।

পদ্ধতির তিন কিছুটা দুইনম্বর পদ্ধতির  মত, কিন্তু এখানে দিন মাস দুইটাই ছোট রয়েছে। এখন মাস হিসাব করার জন্য আমরা বছর থেকে এক বছর নিব। ৩৪ বছর ছিল সেখান থেকে এক বছর নিয়ে এখন ৩৩ বছর হয়েছে। এখানে আমরা দ্বিতীয় পদ্ধতির মত মাস হিসেব করার সময় যে দশ মাস হয়েছে সেখান থেকে এক মাস আজকের দিনের সাথে যোগ করে দিতে হবে ।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দিন বাড়ছে মাস বাড়ছে কিন্তু বছর কি বাড়বে? না বছর কখনোই বাড়বে না কারণ সময়ের সাথে সাথে বর্তমান বছরের মেয়াদ বাড়তে থাকে এবং জন্ম সাল তার থেকে পিছনে থাকে।

অনলাইন বয়স ক্যালকুলেটর:

উপরে আমরা যে বয়স বের করার নিয়ম দেখালাম তা অনেকের জন্য কঠিন হতে পারে এবং সময় সাপেক্ষ হতে পারে। তাই জন্য এমন অনেক ওয়েবসাইট এবং অ্যাপ্ রয়েছে যা কয়েক সেকেন্ডের মধ্যে বয়স নির্ণয় করে দিয়ে থাকে । যেখানে আপনি জন্ম তারিখ ইনপুট করে দ্রুত আপনার বয়স জানতে পারেন। এক্ষেত্রে আমাদের বয়স ক্যালকুলেটর আপনার সঠিক  বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড এমনকি ন্যানোসেকেন্ডের বয়স গণনা করে দিবে। এছাড়াও কিছু অনলাইন বয়স ক্যালকুলেটর রয়েছে। যাদের বেশিরভাগই ন্যানো সেকেন্ডে বয়স গণনা করতে পারে না। তাই অবশ্যই একবার হলেও Boyos Calculator ব্যবহার করে দেখতে পারেন।

সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন অ্যাপ:

 অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং স্মার্টফোন অ্যাপ্লিকেশনও বয়স নির্ণয়ের সুবিধা রয়েছে। যেমন:

ফেসবুকে আপনার প্রোফাইল জন্ম তারিখ ইনপুট করলে, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে আপনার বয়স প্রদর্শন করবে।

গুগল ক্যালেন্ডার অ্যাপেও বয়স নির্ণয়ের সুবিধা রয়েছে। জন্ম তারিখ সেট করলে, এটি প্রতি বছর আপনার বয়স রিমাইন্ডার করে দেয়।

গুগল জিমেইল এমন সুবিধা রয়েছে আপনার জিমেইলে যে জন্ম তারিখ দিবেন তা প্রতিবছর জন্ম দিনের সময় এটি আপনাকে স্মরণ করিয়ে দিবে।

ক্যালেন্ডার এর মাধ্যমে বয়স বের করার নিয়ম:

ক্যালেন্ডার ব্যবহার করে বয়স বের করার নিয়ম। ধরুন আপনি ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেছেন, এবং আজকে ২০২৪ সাল। ক্যালেন্ডার দেখে আপনি নির্ণয় করতে পারেন যে আপনি কতো বছর বয়স হয়েছে।  চাইলে দিন ও মাস দুটোই গণনা করা যায় কিন্তু আমরা শুধু বছর গণনা করব।

উদাহরণস্বরূপ:

১০ ফেব্রুয়ারি ১৯৯৫ থেকে ৫ জুলাই ২০২৪ = ২৯ বছর

অনুমান ব্যবহার বয়স বের করার নিয়ম:

অনুমান করে বয়স বের করার নিয়ম আপনার বা অন্য কারো যদি জন্ম তারিখ না জানা থাকলে তার বয়স নির্ধারণ করা সম্ভব নয় তবে অনুমান করা যেতে পারে। সাধারণত আমরা তার চেহারা, শারীরিক অবস্থা এবং কথোপকথনের ধরণ বিবেচনা করে একটি বয়স অনুমান করতে পারি। এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু একটা আন্দাজ পাওয়া যায়। 

আরো পড়ুন :তাকবিরে তাশরিক পড়ার সঠিক নিয়ম।

পরিশেষে : 

বলা যায় যে , যেকোনো কারো বয়স বা নিজের বয়স অল্প সময়ের মধ্যে বের করে নিতে পারবেন। আশা করি যারা এতক্ষণ ছবিতে ভালো বুঝতে না পেরে চিন্তিত হয়েছিলেন তারা এবার স্পষ্ট বুঝতে পেরেছেন। এবং আপনারা এখন থেকে যেকোনো কারো বয়স বা নিজের বয়স অল্প সময়ের মধ্যে বের করে নিতে পারবেন।

এই বয়স বের করার নিয়ম লিপ বছরগুলি গণনা করে না। যদি আপনি লিপ বছর গণনা করতে চান তাহলে আপনি এমন কোন ক্যালকুলেটর এর সাহায্যে নেন যেগুলো লিপ বছর গণনা করতে পারে।

আর যদি আপনি নিজে বয়স গণনা করতে চান তাহলে আপনার সম্পূর্ণ বয়সে কতবার লিপ বছর হয়েছে সেইভাবে হিসেব করে আপনার বয়সের সাথে লিপ বছরগুলির বাড়তি দিনগুলো যোগ করে দিন।

 

Write A Comment