আসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষে রহমতে সবাই ভালো আছেন। গতকাল রোববার ১২-০৫ ২০২৪ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।
আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন ২৬ মে থেকে গ্রহণ শুরু হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পরদিন সোমবার একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে একটি সভায় এই তারিখ ঠিক করা হয়েছে। আবেদনের সম্ভাব্য শেষ সময় আগামী ১১ জুনে।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেছেন , এবারও আগের নিয়মেই আবেদন গ্রহণ ও ভর্তির কাজটি করা হবে। অর্থাৎ অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।
ঢাকার কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়ে থাকে ।
একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে:
আগামী ২৬ মে থেকে শুরু করে ১১ জুন তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের সকল কলেজে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্র আবশ্যিক বা যেসব ডকুমেন্টস লাগবে তা নিম্নে উল্লেখকরা হলো । আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।
একাদশ শ্রেণি ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:
চূড়ান্ত ভর্তি ফরম নিজ নিজ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। তবে কিছু কলেজে ভর্তি ফরম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রাখছে।
- এসএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
- এসএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এর ২ কপি করে ফটোকপি।
- এসএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এর ২ কপি করে ফটোকপি।
- এসএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এর ২ কপি করে ফটোকপি।
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
- জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
- পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
- পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (যারা ২০২২ এবং ২০২৩ সালে এসএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
- কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।
অনলাইনে আবেদন করার নিয়ম :
চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে(http://www.xiclassadmission.gov.bd/) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করা যাবে। অনলাইন ছাড়া ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এ ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে শিক্ষার্থীদের পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। আগে প্রাথমিক নিশ্চায়ন ফি ছিল মোট ৩২৮ টাকা। আগের ১৩৫ টাকা রেজিস্ট্রেশন ফি ৭ টাকা বাড়িয়ে ১৪২ টাকা করায় মোট ফি বেড়েছে।
তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই–বাছাই করে শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা করবে।
আবেদন ফি পরিশোধ:
প্রথমে আপনাকে টেলিটক/বিকাশ /রকেট সিম থেকে এস এম এসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত নিয়মে আবেদন ফি জমা দিতে হবে।
১ম এসএমএসঃ
CAD<space>WEB<space>First 3 Letter of Board Name<space>Roll No<space>Passing Year
অর্থাৎ, CAD WEB DHA 123456 2022
এভাবে লিখে সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে।
Reply: Mohammad Moon, SSC Board: Cumilla, Roll: 516688, Year: 2020,TK. 150 will be charged as internet application fee for CAD. Your PIN is 5468487538. Type: CAD <space> YES <space>5468486548<space>Contact_no and send to 16222
২য় এসএমএসঃ
CAD<space>YES<space>PIN No<space>Student’s Mobile No
অর্থাৎ, CAD YES 123456489 01818XXXXXX
এভাবে লিখে আবার সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।
Reply: Congrats! Mohammad Moon, SSC Board: Cumilla, Roll: 516688, Year: 2020 successfully payment completed for CAD. Transaction ID: W1UHJHJDH
গ্রুপ নির্বাচন যেভাবে:
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
আবেদন করার পদ্ধতি :
(১)রকেট/বিকাশ/নগদ/সোনালী ই- সেবা/ সোনালী ওয়েব পেমেন্ট এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd) Apply Online -এ Click করতে হবে।
এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন।
(২) এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা থাকলে তা দিতে হবে।
(৩) অতঃপর তাঁকে ভর্তি হতে ইচ্ছুক যে শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন তা Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি (ইন্টারনেট এবং SMS উভয় পদ্ধতি মিলে) সর্বমোট কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবে।
(৪) এরপর আবেদনকারী “Preview Application” বাটনে এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন। তবে এসএমএস ৫টির বেশী করতে পারবে না।
(৫) Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী “Submit” Button-এ ক্লিক করবে।
(৬)আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তাঁর প্রদত্ত Contact Number-এর মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে। এই Security Code টি গোপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে।
(৭)আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print)করে নিতে পারেন ।
উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি করে দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (অর্থাৎ রকেট/বিকাশ/নগদ/সোনালী ই-সেবা, সোনালী ওয়েব পেমেন্ট) ব্যবহার করেছেন তাকে তা Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।
আরো পড়ুন :ক্যাস্টর অয়েল মুখে ব্যবহারের নিয়মএবং উপকারিতা।
পরিশেষে :
বলা যাই যে ,একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সঠিক ভাবে করা খুব গুরুত্বপূর্ণ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করবেন যেভাবে করবেন তা (HSC Admission 2024 )উপরোক্ত আলোচনা থেকে জানতে পেড়েছেন । আগামী ২৬ মে ২০২৪ তারিখ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে এবং চলবে ১১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত। তিনটি ধাপে চলবে আবেদন কার্যক্রম।আশা করি এই আটিকেলটি আপনাদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সঠিক ভাবে করতে সাহায্য করবে।