আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। জন্ম নিবন্ধন হচ্ছে নাগরিকদের প্রথম রাস্ট্রীয় পরিচয়পত্র বা ডকুমেন্ট। এই ডকুমেন্ট এর বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে অনাকাঙ্খিত বিভিন্ন কারণে জন্ম নিবন্ধন নষ্ট হয়ে যেতে পারে, অথবা হারিয়ে যেতে পারে। এক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি বা পাওয়ার উপায় কি।

জন্ম নিবন্ধন:

জন্ম নিবন্ধন হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা ও মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা। জন্ম নিবন্ধন হলো একটা মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। রাষ্ট্র এই ভাবে স্বীকার করছে যে, হ্যাঁ, তুমি শিশু রূপে এ রাষ্ট্রের একজন ভবিষ্যৎ নাগরিক হয়ে এসেছো। তোমাকে এ রাষ্ট্রের স্বীকৃত নাগরিকের  মর্যাদা ও সকল সুযোগ-সুবিধা দেয়া হবে।

জন্ম নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই বিধি লংঘনকারী নিবন্ধক বা ব্যক্তিকে  অনধিক ৫০০ (পাঁচশত টাকা) অথবা অনধিক দুইমাস বিনাশ্রম কারাদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে প্রথম করণীয় :

জন্ম নিবন্ধনের  কপিটি যদি হারিয়ে যায় তবে খুব দ্রুত তা সংগ্রহ করতে হবে নয়তো, পড়তে হতে পারে অনেক সমস্যায় । জন্ম নিবন্ধন হারিয়ে গেলে আপনার প্রথম করণীয় হচ্ছে –

  • জন্ম নিবন্ধনের ফটোকপি খুঁজে বের করুন।
  • ফটোকপি না থাকলে অনলাইন থেকে জন্ম নিবন্ধন নাম্বার বের করুন।
  • অনলাইন জন্ম নিবন্ধন যাচাই কপি প্রিন্ট করুন (ফটোকপি না থাকলে)।
  • আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় যেয়ে জন্ম নিবন্ধন পুন:মুদ্রণের জন্য আবেদন করুন এবং ফি জমা দিন। 
  • নতুন জন্ম নিবন্ধন প্রতিলিপি সংগ্রহ করুন।
  • বর্তমানে জন্ম নিবন্ধন সনদের সাথে সরকারি প্রায় সকল ডকুমেন্টই সংযুক্ত তাই, সনদটি খুবই গুরুত্বপূর্ন। সতর্কতার সহিত সংরক্ষণকরুন।  

(১) অনলাইন জন্ম সনদ যাচাই: 

আপনার জন্ম নিবন্ধনটি যদি  হাতে লেখা নিবন্ধন হয় তবে প্রাথমিক পদক্ষেপ হচ্ছে , সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ ব্যবহার করে জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কি না তা একবার যাচাই  করে নেওয়া। যদি না থাকে তবে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।

(২) নিবন্ধক কার্যালয় ভিজিট:

 যদি নিবন্ধনটি অনলাইনে থাকে তাহলে জন্ম নিবন্ধন পুনঃ মুদ্রণ এর জন্য আপনাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা/সিটি কর্পোরেশনে (পূর্বে যেখান থেকে নিবন্ধন করেছিলেন) সেখানে যেতে হবে।

(৩)জন্ম নিবন্ধনের অনলাইন যাচাই কপি ডাউনলোড:

আপনার জন্ম নিবন্ধন সনদটি  অনলাইন যদি কপি হয়ে থাকে তাহলে, জন্ম নিবন্ধন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে জন্ম নিবন্ধন এর নতুন কপি পেতে নিবন্ধন টি পুনঃ মুদ্রণ আবেদন করতে পারবেন । পূর্বে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রণের জন্য আবেদন করা যেত। বর্তমানে  নতুন নিয়মের ফলে এই আবেদন ব্যক্তি পর্যায়ে করা যাবে না। বরং নিবন্ধক অফিস থেকে আবেদন করতে হবে।

এক্ষেত্রে সরাসরি নিকটস্থ ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় আপনার বাবা ও মায়ের জন্ম নিবন্ধন সনদ, আপনার হারানো জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (যদি থাকে, না থাকলে জন্ম নিবন্ধন নাম্বার জেনে নেওয়ার চেষ্টা করবেন) নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন নাম্বার বের করার উপায়:

(১)ন্যাশনাল আইডি কার্ড দিয়ে :

 আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে এবং সেটা আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন নাম্বার বের করে নিতে পারবেন NID Website থেকে নিম্নে প্রসেসে

ওয়েবসাইটে প্রবেশ: 

প্রথমেই জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে  প্রবেশ করুন।

রেজিস্ট্রেশন: 

একাউন্ট থাকলে লগইন করুন। না থাকলে এখানে রেজিস্ট্রেশন করতে ‘রেজিস্টার করুন’ অপশনে ক্লিক করুন।

তথ্য প্রদান: 

এনআইডি নাম্বার ও জন্ম তারিখ সঠিকভাবে লিখে ‘সাবমিট’ করুন।

ঠিকানা প্রদান: 

আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা লিখুন

OTP: 

এবার আপনাকে একটি OTP (One Time Password) পাঠানোর জন্য ফোন নাম্বার দেখাবে। সেখানে দেখানো ফোন নাম্বার যদি আপনার কাছে থাকে তবে ‘বার্তা পাঠান’ বাটনে ক্লিক করুন। অন্যথায় ‘মোবাইল নাম্বার পরিবর্তন, বাটনে ক্লিক করে OTP পাওয়ার জন্য ফোন নাম্বার পরিবর্তন করে দিন। তারপর OTP টি মোবাইলে আসার পর OTP বসিয়ে দিন।

NID Wallet অ্যাপ ইনস্টল: 

পূর্বেই যদি আপনার একাউন্ট থাকে তবে এখানে ‘বহাল’ লেখা আসবে, সেখানে ক্লিক করুন। এবার প্রক্রিয়া শেষ করার জন্য NID Wallet অ্যাপসে গিয়ে ফেস স্ক্যান করতে বলা হচ্ছে। তাই ব্রাউজারটি মিনিমাইজ করে গুগল প্লে স্টোরে গিয়ে NID Wallet অ্যাপ ইনস্টল করুন। তারপর আবার সেই ব্রাউজারে গিয়ে ‘Tap To Open NID Wallet’ বাটনে ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপর ক্যামেরার সামনে ফেসটি ডানে বামে নাড়াবেন। তাহলেই ফেস স্ক্যান হয়ে যাবে। এবং OKলেখা ভেসে উঠবে।

ইউজার নেম ও পাসওয়ার্ড সেট: 

তারপর আপনার ছবি সেখানে দেখতে পাবেন। নীচের দিকে ‘এগিয়ে যান’ বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন। সেখান থেকে পাসওয়ার্ড সেট করে দিন। সাথে ইউজার নেমও সেট করুন। সেখানে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

লগ ইন: 

আর যদি পূর্বেই আপনার একাউন্ট থেকে থাকে তবে ওয়েবসাইটে প্রবেশের পর নীচের দিকে ‘লগ ইন’ অপশন পাবেন। সেখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

ড্যাশবোর্ড: 

এবার আপনি এনআইডি এর ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলেছেন। সেখানে আপনার ছবির একটু নীচের দিকে ‘বিস্তারিত প্রোফাইল’ অপশনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন নাম্বার: 

এবার আপনার প্রোফাইলে থাকা সমস্ত তথ্য দেখতে পারবেন। নীচের দিকে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি খুঁজে পাবেন।

(২) পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন নাম্বার বের করার উপায়:

 যদি আপনার ডিজিটাল পাসপোর্ট থাকে তবে, পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন খুবই সহজে। শুধু নীচের ধাপগুলো অনুসরন করুন।

ওয়েবসাইটে প্রবেশ: 

জন্ম নিবন্ধন যাচাইয়ের একটি ওয়েবসাইটে রয়েছে সেখানে প্রবেশ করুন ।

পাসপোর্ট নাম্বার প্রদান: 

পাসপোর্টের মধ্যে থাকা ১৭ ডিজিটের ব্যাক্তিগত নং / Personal No (পুরাতন পাসপোর্টে নাও থাকতে পারে) এবং জন্ম তারিখ লিখে সার্চ করুন। সেখানে থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার বের করতে পারবেন। 

আরো পড়ুন :নাক ডাকার ঘরোয়া টোটকা এবং নাকডাকা বন্ধ করার উপায়।

পরিশেষে :

বলা যায় যে ,এই কাজগুলো করলে আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনটি ফিরে পেতে পারেন। তবে এই কাজগুলো করা এতটা সহজ নয় । কারন, এই কাজগুলো করতে হলে আপনার সময়ের প্রয়োজন হবে । আর আপনার  কিছু টাকাও খরচ হবে। তবে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন এ স্বশরীরে গিয়ে উপস্থিত থেকে কথা বললে এই কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। আমাদের এই আর্টিকেলটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Write A Comment